প্রণোদনার আওতায় ১ লাখের ওপরে কৃষক আসছেন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর অঞ্চলের ৫ জেলায় আসন্ন রবি মৌসুমে ১ লাখ ৭৬ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হবে। প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ১০টি শস্য আবাদের জন্য এই প্রণোদনা দিবে কৃষি মন্ত্রণালয়। প্রত্যেক কৃষক ১ বিঘা জমির জন্য উল্লিখিত বীজ ও সারপ্রাপ্ত হবে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ বৃদ্ধিতে বীজ ও সার বিনামূল্যে কৃষকদের প্রদান করা হবে। তবে যে জেলায় যেসব ফসলের আবাদ ভালো হয়, সেই জেলার কৃষকদের ওই ফসলের বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হবে।

অঞ্চলের মোট ১ লাখ ৭৬ হাজার ৩৭০ জন কৃষকের মধ্যে রংপুর জেলায় প্রণোদনা পাবে ৪০ হাজার ১১০ জন কৃষক।