কোর অব সিগন্যালস্ রিক্রুট ব্যাচ-২০২৩-এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠান গত বুধবার (সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে কোর অব সিগন্যালস্-এর ৫৯৭ জন রিক্রুট (পুরুষ ৫৬৯ জন ও মহিলা ২৮ জন) বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। - আইএসপিআর