বিএসএমআরএএইউ’র লালমনিরহাট ক্যাম্পাসে তৃতীয় সিনেট সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিনেট সভা গত ব"হস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত সব সদস্যকে স্বাগত জানিয়ে উপাচার্য দ্বিতীয় সিনেট সভার পর হতে অদ্যাবধি গ"হীত সব উল্লেখ্যযোগ্য কার্যাবলী সম্পর্কে সবাইকে অবহিত করেন। সিনেট সভায় বিএসএমআরএএইউ’র সিনেট কমিটির সব সম্মানিত সদস্যব"ন্দ স্বশরীরে অথবা অনলাইনে উপস্থিত ছিলেন। সভার সদস্য সচিব ও রেজিস্ট্রার এয়ার কমোডর মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সিনেট সভায় বিগত অর্থবছর সমূহে গ"হীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনবল কাঠামো, চলতি অর্থবছরের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যয়, নিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ও গবেষণা কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।