গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস তাসরিন রাহীমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একজন শিক্ষার্থীর মুক্ত চিন্তা শক্তি, মেধা ও মনন এবং কল্পনা প্রবণতার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উৎসবের যাত্রা, যা প্রতিটি শিক্ষার্থীকে উদ্যমী ও যুগোপযুগী করে তুলবে। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর উৎসব ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এই মেধা উৎসব পালন করা হয়। এবারের মেধা উৎসবের বিষয়ভিত্তিক প্রতিযোগিতাগুলো হলো- বই পড়া (বাংলা ও ইংরেজি), হাতের লেখা, সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি বানান, গল্প লেখা, বিজ্ঞান মেলা, কারুশিল্প, চিত্রাঙ্কন ও দেয়ালিকা এবং সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে শিক্ষার্থীরা কেরাত, হাম্দণ্ডনাত, আবৃত্তি, অভিনয়, নাচ, গান ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।