শীত কড়া নাড়ছে খুলনার দরজায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
হেমন্তের ভোরের বাতাসে শীতের হিম হিম স্পর্শ। শিশির জমতে শুরু করেছে ঘাসের ডগায়। ভোরের শিশিরভেজা ঘাস ও কাঁচা-পাকা ধানের শীষে মুক্তদানা জলকণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘ রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশির বিন্দু দেখে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই বলতে হয় ‘দুয়ারে আসিছে শীত; বরি লও তারে...’।
এদিকে গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে সকালের আকাশ অনেকটাই ঘোলাটে থাকতে দেখা যাচ্ছে খুলনার বিভিন্ন এলাকা। শেষরাতের দিকে অথবা খুব সকালে ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতের শেষে গায়ে একটা কিছু না মুাড়ি দিলে আরামে ঘুমানো যাচ্ছে না। শীতের মৌসুম শুরু হতে না হতেই খুলনার বেশ কিছু গ্রামে রস আহরণের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তত করতে শুরু করেছেন। হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ চাছাছোলা করছেন তারা। এদিকে অনেক চাষিরা আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনাঞ্চলে কমছে তাপমাত্রা। এরইমধ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী দশ দিনের মধ্যে শীতের প্রকোপ আরো বৃদ্ধি পাবে।