ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডাক ভবনের আদলে পূজামণ্ডপ

ডাক ভবনের আদলে পূজামণ্ডপ

রাজশাহীর টাইগার সংঘের পূজামণ্ডপে এ বছর দুর্গোৎসবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ ডাক ভবন। শুধু বাংলাদেশ ডাক ভবনের আদলে নয়। রাখা হয়েছে অনেক গুনি মানুষের হাতের লেখা চিঠিও। রয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র, ডাক টিকিটও। রাজশাহী নগরীর গণকপাড়ায় টাইগার সংঘ এমন ব্যতিক্রম থিমে সাজিয়েছে পূজামণ্ডপ। গেল কয়েক বছর ধরে পূজামণ্ডপটি ব্যতিক্রম থিমে সাজানো হচ্ছে। কখনো বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাহুবলী, আইয়ুব বাচ্চুর রুপালি গিটার, রয়েল বেঙ্গল টাইগার, করোনাকালে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের আদলে কিংবা বিশ্বকাপের ট্রফিতে।

বরাবরের মতো পূজামণ্ডপটি ব্যতিক্রমভাবে সাজাচ্ছেন আয়োজকরা। তাতে ভক্তরাও খুশি। গতকাল বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গণকপাড়ায় টাইগার সংঘ ঢাকায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের ভবনের আদলে পূজামণ্ডপটির ওপরের অংশটি তৈরি করেছে। নিচে বোর্ডে সাঁটানো রয়েছে চিঠি, খাম, নিমন্ত্রণপত্র ও ডাক টিকিট। একইসঙ্গে মণ্ডপে সামনে রাখা হয়েছে ডাক বাক্স। মণ্ডপের সামনেই হারিকেন হাতে রানারের প্রতিকৃতি সবার নজর কেড়েছে। তা যে কারো মনে করিয়ে দেবে পুরোনো দিনের চিঠির কথাগুলো। মণ্ডপ ঘুরতে আসা দর্শনার্থী শ্যামলী রানী বলেন, প্রতিবছর টাইগার নতুন কিছু আমাদের উপহার দেয়। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। কখনো বঙ্গবন্ধু স্যাটেলাইট, কখনো বাহুবলী, আবার কখনো আইয়ুব বাচ্চুর রুপালি গিটারের আদলে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। গত শনিবার ও রোববার বিকেল পর্যন্ত দুই দিনে ১৬টি মণ্ডপ ঘুরেছি। তারমধ্যে টাইগারের ডাক ভবন ভালো লেগেছে। প্রতি বছরই এদের মণ্ডপ ভালো লাগে। দর্শনার্থী কার্তিক কুমার রায় বলেন, টাইগার মণ্ডপ মানুষকে আকৃষ্ট করেছে। বরাবরই করে। কারণ তারা নতুন আইডিয়ায় ভিন্ন থিমের ওপরে মণ্ডপের নকশা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত