জাতীয় সংসদে নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী সমাজ নামে একটি সংগঠন। গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি দিল সিতারা চুনি, পরিবর্তন রাজশাহীর সভাপতি রাশেদ রিপন, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকা প্রমুখ।