খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ঘের নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম আজাদ (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত মজনু (৩৪) ও তার বাবা ওমর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান। এর আগে গত রোববার দিনগত রাতে খানজাহান আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলার তিনজন অভিযুক্তের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। ওসি জানান, নিহত কালামের সঙ্গে মাছের ঘের নিয়ে অভিযুক্তদের মধ্যে বিরোধ চলছিল। কালাম গত ২২ অক্টোবর সকাল ৮টার দিকে নিজ বাসা থেকে তেলিগাতি ঘেরের উদ্দেশে বের হন। পথে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তার মরদেহটি ঘেরের কচুরিপানার ভেতরে ফেলে চলে যান। এরপর একই দিন বিকাল ৫টার দিকে ঘেরের কচুরিপানার মধ্য থেকে কালামের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে কেএমপি খুলনা আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি আরো জানান, গ্রেপ্তারদের আজ আদালতে হাজির করা হবে।