চট্টগ্রামে ‘স্মার্ট স্কুলবাস’
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে স্কুল বাস মনিটরিং টিম। এ সময় তারা জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
গত রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে জেলা প্রশাসকের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করে স্কুল মনিটরিং টিম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ৮০ লাখ টাকার চেক গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসকের কাছে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে ‘হাফ বাস ভাড়া’ চালুর দাবি জানানো হয়। জেলা প্রশাসক বলেন, অতি শিগগিরই সব পরিবহণ মালিক সমিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এ সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।