প্রেস রিলিজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩ ঢাকাবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩’ এ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নেতৃত্ব শ্রেণিতে ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ এ ভূষিত করা হয়। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাবিংশতম কর্পোরেশন সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই পুরস্কার ঢাকাবাসীকে উৎসর্গ করেন। ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ‘একটি আধুনিক, সচল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার নিরন্তর যাত্রায় ঢাকাবাসী আমাদের নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে এবং করে চলেছে। ঢাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছি। তাই এই পুরস্কার মেয়র হিসেবে আমাকে প্রদান করা হলেও আমি মনে করি, এই পুরস্কারের ভাগিদার আমার প্রিয় ঢাকাবাসী। এই পুরস্কার আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম। সংবাদ বিজ্ঞপ্তি