প্রেস রিলিজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পানি ভবনের সভাকক্ষে দক্ষিণ সুদানের মানবকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী H.E. Albino Akoi Atak Mayom এবং দক্ষিণ সুদান প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মডেলের বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করার বিষয়ে এবং প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থা বাংলাদেশে এর ব্যবহারিক প্রয়োগের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম মহোদয়ের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-১ পরিদপ্তর ড. রবিন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-৩ পরিদপ্তর মো. আবুল বাশার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্লাড ফোরকাস্টিং সার্কেল মো. সাজ্জাদ হোসেন, ভুপরিস্থ পানিবিজ্ঞান সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী ড. মো. খায়রুল ইসলাম, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ মো. আমিরুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান মূল বিষয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি