ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রেস রিলিজ

প্রেস রিলিজ

ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। গত রোববার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির পরিদর্শন এবং রাতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ তিনি পরিদর্শন করেন। ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৬৪টি জেলায় যে কোনো আপৎকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত