ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজশাহীতে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে মারা গেছেন ভারতের এক নাগরিক। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর বেসরকারি এক হাসপাতালে মারা যান তিনি। পরে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ভারতীয় নাগরিকের নাম পবিত্র সিংহ (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে। গত ১৭ অক্টোবর রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন পবিত্র সিংহ। ওসি রুহুল হক বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ভারতীয় ওই নাগরিক। মঙ্গলবার রাতে তার বুকে ব্যথা শুরু হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ। এ ব্যাপারে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, আমাদের এখানে ভর্তি ছিলেন না তিনি। বুধবার সকালে তাকে মৃত অবস্থায় নিয়ে এসেছে। মরদেহ এখন মর্গে থাকবে। তারপর এখান থেকে ফরেনসিকে ও মেডিকেল কলেজে চলে যাবে। বিষয়টি পুলিশ দেখছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত