ঢাকা ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর চিলড্রেন’

৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর চিলড্রেন’

শিশু অধিকার ও সুরক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে আগামী ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর চিলড্রেন’। বাংলা একাডেমিকে কনসার্টের সম্ভাব্য স্থান হিসেবে ঠিক করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় আয়োজক সংস্থা ‘শিশুর জন্য’। গুড নেইবারস বাংলাদেশের সহযোগিতায় যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এক রঙা এক ঘুড়ি’, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, অপরাজেয় বাংলাদেশ।

এসব উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত ফোরামই হলো ‘শিশুর জন্য’ সংবাদ সম্মেলনে কনসার্টের আয়োজক সংস্থা জানায়, শিশু অধিকার সুরক্ষায় ব্যাপকহারে প্রচারণার লক্ষ্যে ‘শিশু অধিকার ও সুরক্ষা ক্যাম্পেইন’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর চিলড্রেন’ আয়োজন করা হচ্ছে। এ কনসার্টে শিশু, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত। কনসার্টে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে জানিয়ে তারা আরো জানায়, কনসার্টে আড়াই হাজার মানুষকে শিশু অধিকার সম্পর্কে সরাসরি সচেতন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত এক মিলিয়ন মানুষের মাঝে সচেতনতামূলক এসব বার্তা পৌঁছে যাবে। কনসার্টের মাধ্যমে পাওয়া তহবিল দিয়ে ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সহায়তা করা হবে।

পাশাপাশি গৃহশ্রমে নিয়োজিত ৩০০ কন্যাশিশুর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুড নেইবারসের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন মাইনুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন অপরাজেয়- বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না, এক রঙা ঘুড়ির নির্বাহী পরিচালক এসএম মাসুদুল ইসলাম, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত