ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পোলিও দিবসে রোটারি ক্লাবের বিশ্ব রেকর্ড

পোলিও দিবসে রোটারি ক্লাবের বিশ্ব রেকর্ড

সারা বিশ্বকে পোলিও মুক্ত করতে এক কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করে আজ সফলতার দ্বারপ্রান্তে রোটারি ইন্টারন্যাশনাল।

এজন্য ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবসটি হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের গর্ব। দিবসটি স্মরণীয় করে রাখতে ভিন্ন এক আয়োজন করে রোটারি জেলা ৩২৮১, বাংলাদেশেরের অন্তর্গত রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক এবং রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। তারা এই দিনটি স্মরণীয় করতে বিশ্বের সবচেয়ে বড় পতাকা/ব্যানার শোভা তৈরি করে এবং তার প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মাটিতে বিশ্ব রেকর্ড করেছে।

সেখানে ২০০ ফিট লম্বা ব্যানার তুলে ধরা হয়েছে এবং ৮৫টি ক্লাবের ১ হাজার রোটারিয়ান এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশ্ব পোলিও মুক্ত জানান দিতে এবং রোটারির সাফল্যকে তুলে ধরতে তাদের এই রেকর্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত