ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রেস রিলিজ

প্রেস রিলিজ

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের মান সনদ/লাইসেন্স গ্রহণ ব্যতীত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় এবং বাজারজাত করে আসছিল নাজমা গিজার। বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে গিজার উৎপাদন ও বাজারজাত করায় গতকাল বুধবার মিরপুরের মাহবুব সেনিটারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধি কর্তৃক মুচলেকা গ্রহণ করে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক গিজার উৎপাদন বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে লাইসেন্স গ্রহণ ব্যতীত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নাজমা গিজার, মনিপুর, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ অনুসারে দশ হাজার টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট ৩৫ হাজার টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত