রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতাল থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে পূর্বে ডেঙ্গু রোগী ছিলেন ২০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ভর্তি হয়েছেন ৭৫ জন। তবে ৫৪ জন রোগী সুস্থ হয়েছেন। ফলে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে গেছেন তারা। বর্তমানে ২২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২২৩ জনই রাজশাহী জেলার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ২৪ ঘণ্টায় কেনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। যদিও আগের ২৪ ঘণ্টায় মারা যান দুজন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ২৫৩ জন। তবে ২ হাজার ৩২৫ জন ছিলেন রাজশাহীর স্থানীয় বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালে রোগটিতে মৃত্যু হয়েছে ২২ জনের। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ করে ডেঙ্গু রোগী বাড়ছে। বর্তমানে অন্যান্য রোগীর চাপও রয়েছে অনেক, যে কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি।