ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

ছয় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক

ছয় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভে অন্তত ৬ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কম মজুরিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, এজন্য আন্দোলনে নামছেন বলে জানিয়েছে শ্রমিকরা। তবে প্রশাসনের দাবি, আন্দোলনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় আন্দোলন নামেন শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা সফিপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ফের অবরোধ সৃষ্টি করে। এসময় পুলিশ সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা ইকোটেক্স নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কারখানার শ্রমিকদের দাবি, জীবন যাত্রায় নিত্যপণ্যসহ সব কিছুর দাম বেড়েছে। ৮ হাজার টাকায় তাদের চলে না। এ অবস্থায় সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন তারা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলনে নেমেছে। এ সময় কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের ইন্ধনে সহিংস আন্দোলন হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আন্দোলনে বহিরাগতরা রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ তদন্ত করে দেখছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দেড়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত