ঢাকা ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমানো যাবে না

অ্যাড. নূরুল ইসলাম খান
ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমানো যাবে না

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, ফিলিস্তিনি মুসলিম জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা ইসরাইল শক্তি প্রয়োগ করে দাবিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরাইলি বোমা হামলায় আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হানাদার ইসরাইলের ব্যাপক বোমা হামলায় প্রায় ছয় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অর্ধেকই নারী শিশু। বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সত্ত্বেও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গতকাল শুক্রবার বাদজুমা মতিঝিলস্থ ওয়াপদা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিম জনগণের প্রতি সংহতি প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান একথা বলেন। ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযুদ্ধা মো. হাবিবুর। রহমান, জগদীশ কর্মকার মামুন পারভেজ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবুবকর। তিনি আরো বলেন, ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস অনেক পুরোনো। গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের ভিতরে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের নজিরবিহীন অভিযান প্রমাণ করে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যে তাণ্ডব শুরু করেছিল, তা সুদীর্ঘ ৭৫ বছরেও থেমে থাকেনি। পশ্চিমা শক্তির সহায়তা নিয়ে বর্ণবাদী ইসরাইল ক্রমেই শক্তিশালী হয়েছে, আর অন্যদিকে নির্যাতন, বঞ্চনা ও অবহেলার শিকার ফিলিস্তিনের মুসলিম জনগণ অপেক্ষাকৃত দুর্বল হলেও তারা তাদের মাতৃভূমি ফিরে পাওয়ার বাসনা পরিত্যাগ করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত