ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মার চরে কৃষকের কোটি টাকার ফসল নষ্টের অভিযোগ

পদ্মার চরে কৃষকের কোটি টাকার ফসল নষ্টের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীর চরে কৃষকের প্রায় এক কোটি টাকার ফসল নষ্ট করে বৃক্ষরোপণের অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার চর মাজারদিয়াড়ে মাসকলাই নষ্ট করে সামাজিক বন বিভাগ এমনটা করেছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ। তবে সেগুলো খাস জমি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এরিয়া চর মাজারদিয়াড়। যেটি মূল শহর থেকে পদ্মায় বিভক্ত হয়ে নদীর ওপারে অবস্থিত। নদীর পানি কমলে সেখানে বিভিন্ন ফসল আবাদ করে থাকেন স্থানীয়রা। টমেটো, বেগুন, মাসকালাইসহ বিভিন্ন শাকসবজি চাষ করে আসছিলেন তারা। এবারো সেই চর এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে কৃষকরা মাসকলাই চাষ করেন। কৃষকরা জানান, চর এলাকার প্রায় ৩ হাজার বিঘা জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে ফসল ফলিয়ে আসছিলেন তারা। তাদের জীবিকা নির্বাহের মূল উৎস ছিল এসব জমি। শাকসবজি চাষ করে তা উত্তোলনের পর নৌকাযোগে পাঠাতেন শহরে। কিন্তু ১৫ দিন আগে হঠাৎ বন বিভাগের লোকজন সেখানে গিয়ে তাদের ফসল নষ্ট করে গাছের চারা লাগাতে শুরু করে। কৃষকদের অভিযোগ, পৈতৃক ও ক্রয়সূত্রে তারা এসব সম্পত্তির মালিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত