‘আগামী বছর ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের স্কুল ও কলেজ পর্যায়ে মেয়র’স কাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। টুর্নামেন্টে ফুটবল, ক্রিকেট ও ভলিবলের পাশাপাশি ব্যাডমিন্টন খেলাও অন্তর্ভুক্ত করা হবে। সৌরভ গাঙ্গুলি এসে মেয়র’স কাপের ট্রফি উন্মোচন করেছেন। তিনি বলেছেন, ডিএনসিসি মেয়র’স কাপের ক্রিকেট চ্যাম্পিয়ন দলের সঙ্গে কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা সিটির টিমের সঙ্গে খেলবে। আলাপ-আলোচনা চলছে এটি আয়োজন করা হবে।’ গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ফুটবল ফাইনাল খেলা শেষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
উল্লেখ্য, ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২৩-এর ফুটবল ফাইনাল ম্যাচে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড ও ৩৯ নং ওয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩৯ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। ডিএনসিসি মেয়র বলেন, ‘খেলাধুলায় মেতে থাকি মাদককে না বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। আমরা মাঠে এসে খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছি। ডিএনসিসিতে বেশকিছু মাঠের উন্নয়ন করে দিয়েছি। মেয়র’স কাপ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠে আনা সম্ভব হয়েছে।’ মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলা পছন্দ করেন। কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় যখন প্রধানমন্ত্রীকে জানালাম গৃহায়ণ কর্তৃপক্ষ এই বালুমাঠে বহুতল ভবন নির্মাণ করতে চায়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ঘোষণা দেন এই বালুমাঠে কোনো ভবন নির্মাণ করা হবে না, এখানে খেলার মাঠ নির্মাণ করা হবে।