মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জাতির গর্বিত কৃতী সন্তান এবং কিলোফ্লাইটের বৈমানিক স্কোয়াড্রন লিডার বদরুল আলম, বীরউত্তম (অব.) গত শুক্রবার বেলা ১টা ৩০ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী নাদিরা আলম, এক কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে গতকাল শনিবার মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতির পক্ষে ভারপ্রাপ্ত সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে সহকারী সামরিক সচিব কর্নেল জিএম রাজীব আহমেদ, পিএসসি এবং সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার বদরুল আলম, বীরউত্তম (অব.) এর পরিবারের সদস্যরা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফিউনারেল প্যারেড শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার বদরুল আলম, বীরউত্তম (অব.)-কে বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার সম্মানার্থে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিভিন্ন বিমানের ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়।