ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের ভাওয়াইয়া চত্বরে আব্বাসউদ্দীন মঞ্চের উদ্বোধন ও ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মূখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সরকার মাহবুব (আব্বাসউদ্দীনের ভাগ্নে)। জাতীয় ভাওয়াইয়া উৎসবে রংপুর বিভাগীয় গানের ও ভাওয়াইয়া গানের সঙ্গে নৃত্য প্রতিযোগিতা, আব্বাসউদ্দীন মঞ্চ উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ভাওয়াইয়া গানের আসর। ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভাওয়াইয়া অঙ্গন একেএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ ইফতে খায়ের আলম, সাহিত্যিক ও লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য বিপ্লব প্রসাদ, ছড়াকার ও গীতিকার এসএম খলিল বাবু, ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার সামিউল হাসান লিটন, লেখক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, সচিব রণজিৎ কুমার রায়। শুরুতে আব্বাসউদ্দীন মঞ্চ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু উদ্বোধন শেষে আলোচনা, প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ভাওয়াইয়া পদক প্রদান করা হয়। সর্বশেষ ঢাকা ও রংপুর বিভাগের ভাওয়াইয়া শিল্পীদের ভাওয়াইয়া গান পরিবেশন। পরে ঢাকা এবং রংপুর বিভাগের ৮ জেলার বিশিষ্ট শিল্পীরা ভাওয়াইয়া গান পরিবেশন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত