ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীর সারদায় ১৬৬তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২০২২ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম। ৬ মাস মেয়াদি প্রশিক্ষণে ৩৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মাসুম মিয়া বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন।

এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে- মাসুম মিয়া, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ তপু ইসলাম, বেস্ট শুটার শান্ত মিয়া নির্বাচিত হন। এতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাফিস সিদ্দিকীসহ একাডেমির সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত