ধবধবে সাদা এক ফুলের নাম শিউলি। আকাশ বাতাসজুড়ে এই ফুল সুগন্ধি ছড়ায়। অনেকে শেফালি নামেও চেনেন। এ ফুলটি সন্ধ্যার পরপরই প্রস্ফুটিত হয়ে সারা রাত আশপাশ সুভাষিত করে। রাতের আঁধারে নিজের রূপ পুরোটা ছড়িয়ে, বাতাসে বিলিয়ে দেয় নেশা লাগানো সুবাস। যার গন্ধে মাতোয়ারা হন আবাল বৃদ্ধ বণিতা থেকে সব বয়সের সৌন্দর্য পিপাসু মানুষ। আর ভোরের আলো ফুটলেই এক বুক চাপা কষ্ট নিয়ে ঝরে পড়ে নিচে। যেন সাদা-কমলার গালিচা বিছিয়ে রয়েছে। এ গালিচার উপর ভোরের শিশির যখন পড়ে তখন শিউলির রূপকে আরো অপরূপ করে তোলে। ছয়-সাত পাপড়ির এ ধবধবে সাদা ফুলটির নিচে কমলা রঙের একটি টিউবের মতো থাকে। ফুলটি দেখে চোখ জুড়িয়ে যায়। হাতে নিয়ে নাকে ফুলের সুবাস নিতে মন চায়। এমনই এক মন কেড়ে নেওয়া ফুলের নাম শিউলি। আমাদের এ দেশে একেক ঋতুতে একেক ধরনের ফুল ফোটে।