সাভারের আশুলিয়ায় সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা করার দাবি নিয়ে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কয়েকটি কারখানার প্রায় হাজার শ্রমিক।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে।
গতকাল সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এরপর কয়েকবার তাদের ছত্রভঙ্গ করে দিলেও পুনরায় তারা সড়কে নেমে আসেন। বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ-১ এর শতাধিক সদস্যরা। এছাড়া সাঁজোয়া জানসহ জলকামান আছে সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা থেকে সড়কে নেমে আসে। পরে পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকরা আবারো ছত্রভঙ্গ হয় যায়।
পরে বেলা ১০টার দিকে আবারো শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং সড়কে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সড়কে যেন যান চলাচল স্বাভাবিক রাখা যায় সেটাই নিশ্চিত করছি।