বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গত ২৮ অক্টোবর দেশব্যাপী বিএনপির নেতাকর্মী কর্তৃক সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক নেতারা বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে আসার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২৮ অক্টোবর কর্মসূচি ও মহাসমাবেশের নামে যে সহিংসতা করেছে আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানাই। তারা সমাবেশের নামে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। বিএনপি ধরে নিয়েছে তাদের আমেরিকা ও ইউরোপীয় শক্তি ক্ষমতায় আনবে। প্রথম আলো ও ভোরের কাগজকে দেওয়া পিটার হাসের বক্তব্যই প্রমাণ করে বিএনপি পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সন্ত্রাস-নৈরাজ্য করেছে। বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে।

তাই তারা সন্ত্রাসী কার্যক্রম দ্বারা গণতন্ত্র কায়েম করতে চায়। তাদের এসব কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে আল্টিমেটাম দিয়ে বিএনপি দেশে তাণ্ডব চালিয়েছে। একজন পুলিশকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়েছে। তারা দেশে আগুন সন্ত্রাস ও হত্যার রাজনীতি আবার ফিরিয়ে এনেছে। তাদের সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।

এ সময় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এসএম মাকসুদ কামাল বলেন, যারা জাতীয় নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ব্যাহত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের উপলব্ধি করতে হবে যে, অগণতান্ত্রিকভাবে বিদেশি প্রভুর মাধ্যমে ক্ষমতায় এসে তারা লাভবান হতে পারবে না। যারা আমাদের মুক্তিযুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে।