বিএডিসির নিরাপদ সবজি ফল ও ফুল উৎপাদন প্রকল্প

একনেকে অনুমোদিত

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন’ শীর্ষক প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৩১ অক্টোবর ২০২৩ তারিখে অনুমোদিত হয়। দেশের ছয়টি বিভাগে ২১টি জেলার ৪৫টি উপজেলায় বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির মোট ব্যয় প্রায় ২০২ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল ১ জুলাই ২০২৩ হতে ৩০ জুন ২০২৮ তারিখ পর্যন্ত। প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হলে আধুনিক সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে বছরে প্রায় ২৪২০৪.৫৫ মেট্রিক টন খাদ্যশস্য ও বিভিন্ন প্রজাতির নিরাপদ বিষমুক্ত ফুল, ফল ও সবজি উৎপাদন করা সম্ভব হবে। প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুব আলম জানান, এ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত ফুল, ফল, সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে, যা দেশের কৃষিব্যবস্থাকে বাণিজ্যিকীরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির নির্দেশে সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি দ্রুততার সাথে প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়ায় ভূমিকা রাখেন।