ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে তিনব্যাপী শুরু হয়েছে জেলা ইজতেমা

রংপুরে তিনব্যাপী শুরু হয়েছে জেলা ইজতেমা

রংপুরে তিনব্যাপী শুরু হয়েছে জেলা ইজতেমা। নগরীর স্টেশন রোডের আরডিসিসিএস মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে জেলা ইজতেমা শুরু হয়েছে। ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্যদিয়ে তিন দিনের এই ইজতেমা শুরু হয়েছে। স্থানীয়রাসহ দূর-দূরান্ত থেকে ইজতেমায় অংশগ্রহণ করতে ছুটে আসছেন মুসল্লিরা।

ফজরের নামাজের পর আম বয়ান শুরু করে তাবলীগ জামাতের আলেমরা।

আল্লাহ ও নবী-রাসুলের হুকুম আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ শান্তি রয়েছে বলে উল্লেখ করেন তারা। ইজতেমা মাঠের ৪নং হালকার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম জানান, এবারে ইজতেমায় রংপুর জেলার আট উপজেলা ও সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেও প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেয়। সেই সাথে ঢাকার মুরব্বীরাও উপস্থিত আছেন।

এই ইজতেমায় আশপাশের জেলার বিদেশি মেহমানরাও অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইজতেমায় মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এতে পয়ঃনিষ্কাশনে শৌচাগার, পাম্প ও ট্যাংকি স্থাপন করে অস্থায়ী গোসলখানা বানানো হয়েছে পথের দুই ধারে। মাঠ প্রস্তুত করাসহ বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছেন রংপুর সিটি কর্পোরেশন।

ইজতেমার প্রথম খুঁটি স্থাপনে মাঠে উপস্থিত হয়েছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত