রাজশাহীতে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৪৬ জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, শাহ মখদুম থানা ১৬ জন ও চন্দ্রিমা থানা ছয়জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া কাটাখালী ও পবা থানা তিনজন করে ছয়জন, রাজপাড়া ও দামকুড়া থানা দুইজন করে চারজন এবং মতিহার, বেলপুকুর, এয়ারপোর্ট, কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা একজন করে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ আরো জানায়, এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন, মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪০ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।