ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর

অত্যাধুনিক অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার মেশিন স্থাপন

অত্যাধুনিক অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার মেশিন স্থাপন

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর প্যাথলজি সেন্টারে রোগীর পরীক্ষার জন্য আধুনিক টেস্ট সরঞ্জাম প্রয়োজন। এরই মধ্যে সিবিসি (সিক্সম্যাক্স সেলকাউন্টার), ইমিউনোলজি মিনি এনাল্ইাজার, প্লাটিলেট সেপারেটর, সেন্ট্রিফিউজ প্রভৃতি মেশিনের পাশাপাশি হাঙ্গেরীর তৈরি অটোমেটেড বায়োকেমিস্ট্রি এনালাইজারটি (মডেল-পি ৫০০) হাসপাতালের ল্যাবরেটরিতে এক নতুন সংযোজন। এ অত্যাধুনিক অটো এনালাইজার মেশিনে ১৫ মিনিটের মধ্যে ৭২ জন রোগীর ৯২টি টেস্ট একসঙ্গে করা যাবে। আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর ল্যাবে অটোমেটেড বায়োকেমিস্ট্রি এনালাইজার মেশিনটি ১৫ অক্টোবর ২০২৩ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক কাজী ফরহাদ আলভী এবং উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. সুব্রত মিস্ত্রী। এছাড়া অনকোলজি বিভাগীয় হেড ডা. ইসলামউদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট

ডা. সেলিনা পারভীন, ডা. ফারজানা তালুকদার, প্যাথলজি বিভাগের প্রধান ডা. মবিন আহমেদ, স্টাফ নার্স, ল্যাব টেকনোলজিস্ট ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত