ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাইক-সাউন্ড সিস্টেম বিক্রিতে ভাটা

মাইক-সাউন্ড সিস্টেম বিক্রিতে ভাটা

অক্টোবর-নভেম্বর মাস থেকেই বিয়ে, কনসার্ট, মিলাদ মাহফিলের ভরামৌসুম। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। যন্ত্রের উচ্চ শব্দ ছাড়া জমে না কোনো জনবহুল অনুষ্ঠান-সমাবেশ। এবার নির্বাচন ও শীতের আগমনীতেও খরা চলছে সাউন্ড সিস্টেম বিক্রিতে। কমেছে ডেকোরেটর থেকে সব ধরনের সাউন্ড সিস্টেম ভাড়া করার প্রবণতাও।

জাতীয় নির্বাচন উপলক্ষে সভা-সমাবেশ সামনে রেখে বাড়তি বিক্রির আশা করেছিলেন ব্যবসায়ীরা। তাতেও হতাশ তারা। দোকানে অলস সময় কাটছে অধিকাংশ ব্যবসায়ীর। অনেকেই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যেতে বাধ্য হচ্ছেন। আর ডেকোরেটরগুলো চলছে ছোটখাটো কিছু অনুষ্ঠানের ভাড়া দিয়ে। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন, আগের তুলনায় উন্মুক্ত কনসার্ট কমে যাওয়া, সভা-সমাবেশ কম হওয়াসহ নানান কারণে এসব সামগ্রীর চাহিদা কমছে। তাছাড়া এখন অধিকাংশ বিয়ের অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টারে। মাইক, সাউন্ড সিস্টেমসহ এসব সেখানেই থাকে। ফলে ভাড়া করার প্রয়োজন হয় না। এর প্রভাব পড়েছে ডেকোরেশন ব্যবসায়। মূলত এসব মার্কেটের মূল ক্রেতা ডেকোরেটর ব্যবসায়ীরা। ফলে ব্যবসায় এর বিরূপ প্রভাব পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত