রংপুরে আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রংপুর নাট্যকেন্দ্র এ উৎসবের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাট্যজন তুহিন শুভ মণ্ডল, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী। অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ। এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ। উত্তরের সংস্কৃতির উর্বর জেলা রংপুর। সাহিত্য চর্চার পাশাপাশি নাট্যচর্চাতেও রংপুর বেশি এগিয়ে। নাট্যকেন্দ্র দেশ ও দেশের বাইরে বহুবার বিভিন্ন উৎসবে অংশ নিয়ে রংপুর তথা বাংলাদেশের সুনাম বয়ে এনেছে। আমাদের এ অঞ্চলের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের পৃষ্টপোষকতা বাড়ানো দরকার। তিনি আরো বলেন, নাটকের মাধ্যমে সমাজের যেমন অসঙ্গতির প্রতিচ্ছবি ফুটে ওঠে, তেমনি সচেতনতার বার্তাও মানুষের কাছে পৌঁছে যায়। বর্তমানে সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প ছড়িয়ে পড়েছে, তা থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে। সাংস্কৃতিক আয়োজনগুলোই অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তথা আমাদের সংবিধানের চেতনাকে ধারণ করে। নাট্যজন তুহিন শুভ মণ্ডল বলেন, সমাজে আমরা যা দেখি তার প্রতিচ্ছবি নাটকে দেখা যায়।