আখেরি মোনাজাতে মিনি ইজতেমা সমাপ্তি

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আখেরি মোনাজাত দিয়ে শেষ হয়েছে রংপুর জেলার মিনি ইজতেমা। গতকাল শনিবার বেলা ১২টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল আহলে শূরার সদস্য মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন। সকালে হেদায়েতি বয়ান শুরু যা শেষ করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। ২০২৩ সালের রংপুর জেলা মিনি ইজতেমা এভাবেই শেষ হয়। ২০১০ সাল থেকে রংপুরে ইজতেমা শুরু হয়ে এবার অষ্টমবারের মতো ইজতেমা শেষ হয়ে গেল। এ বছর রংপুর মহানগরীর আলমনগর স্টেশন রোড সংলগ্ন আরডিসিসিএস মাঠ এলাকায় গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়েছিল।

আখেরি মোনাজাতে অংশ নিতে আগের রাত থেকেই রংপুর জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে আসেন। গতকাল ভোরেই কানায় কানায় পূর্ণ হয় মাঠসহ আশপাশ। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল রংপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যা ছিলো চোখে পড়ার মতো।

দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়, রাজনৈতিক শান্তি ছাড়াও ফিলিস্তিনের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, বাংলাদেশের বিশ্ব ইজতেমার ওপর থেকে চাপ কমাতে এখন জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা হচ্ছে। গত বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় রংপুরের অষ্টমবারের মতো ইজতেমার কার্যক্রম। কোরআন ও হাদিস থেকে আল্লাহর হুকুম, বিধিনিষেধ ও নবী-রাসুলের জীবনী এবং ইহকাল ও পরকালের সুখ-শান্তি নিয়ে আলোচনা করা হয়।