ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সমবায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সমবায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সমবায় মানেই দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি। সমবায়ের সফলতা আনতে প্রযুক্তির সঠিক প্রয়োগ বাড়াতে হবে। গতকাল শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আহ্বান জানান তিনি। ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হুমায়ূন কবীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। তিনি সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত