ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ছয় উপমহাপরিচালক

র‌্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ছয় উপমহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মকর্তাকে উপমহাপরিচালকের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক, পরিচালক এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগা ১৮তম ও ২১তম বিসিএস’র মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এরপর উপ-পরিচালক ও পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে ছয় কর্মকর্তাকে পরিচালক পদ হতে উপমহাপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতিপ্রাপ্ত উপমহাপরিচালকরা হলেন মোহাম্মদ আবদুল আউয়াল (১৮তম ব্যাচ), মো. রফিকুল ইসলাম (১৮তম ব্যাচ), মো. ফখরুল আলম (২১তম ব্যাচ), ড. মো. সাইফুর রহমান (২১তম ব্যাচ), মো. আশরাফুল আলম (২১তম ব্যাচ) ও মো. জিয়াউল হাসান (২১তম ব্যাচ)। বাহিনীর মহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত