ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গরিব রোগীর জন্য নিরবচ্ছিন্ন ভালব সরবরাহের দাবি

গরিব রোগীর জন্য নিরবচ্ছিন্ন ভালব সরবরাহের দাবি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা গরিব রোগীদের বিনামূল্যে ভালব প্রতিস্থাপনের লক্ষ্যে সরকারিভাবে নিরবচ্ছিন্ন ভালব সরবরাহের দাবি জানিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এতে রোগীদের অন্তত এক থেকে দেড় লাখ টাকা সাশ্রয় হবে বলেও জানানো হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের স্টাফ কোয়ার্টারের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটি কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন এমন দাবি জানান।

ডা. কামরুল হাসান বলেন, হৃদরোগ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসেন, যাদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত। তাদের অনেকেরই ভালব প্রয়োজন হয়। কিন্তু আমাদের হাসপাতালে সরবরাহ না থাকায় আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। যে কারণে অনেক রোগী ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা করান। ‘স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ, কার্ডিয়াক সার্জারিতে নিরবচ্ছিন্ন ভালব ও অক্সিজেনের ব্যবস্থা করা যায় কি না, একটু দেখবেন। আমরা যদি একজন রোগীকে বিনামূল্যে একটি ভালব বরাদ্দ দিতে পারি, তাহলে তার এক থেকে দেড় লাখ টাকা বেঁচে যাবে। অথচ আমরা তাদের এ সুবিধা দিতে পারছি না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত