ফায়ার সার্ভিস সদর দপ্তর
অক্টোবরে দেশে ১৪৭৫ অগ্নিকাণ্ড
ঢাকার মধ্যে মিরপুরে বেশি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গত অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ঘটেছে ১৬৩টি অগ্নিকাণ্ড। আর রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে মিরপুরে। গতকাল ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবর মাসে সারাদেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি ও রংপুর বিভাগে ১৯৩টি ঘটেছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনা ঘটেছে। যেখানে ১৫ জন আহত ও তিনজন নিহত হয়েছেন। রাজধানীর মিরপুরে সর্বোচ্চ ২২টি আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া মোহাম্মদপুরে ১৩টি, ডেমরাতে ৯টি, তেজগাঁওয়ে ১২টি, বারিধারায় ৯টি, উত্তরায় ১০টি, পোস্তাগোলায় ১০টি অগ্নিকাণ্ড ঘটেছে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে অগ্নিকাণ্ড কমেছে। সেপ্টেম্বর মাসে সারাদেশে ১ হাজার ৫৫৭টি আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, অক্টোবর মাসে সারা দেশে ৮৪৬টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশ নেয়, যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৯০টি। এছাড়া রান্নাঘরের গ্যাসজনিত দুর্ঘটনা ৩৯টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ২১টি, বজ্রপাত ৩টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৫৮টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ৮৩০ জন আহত হন। নদী, পুকুর বা পানিতে ডুবে নিহত হন ৩৮ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরো জানায়, অক্টোবর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৮১৭টি কলের মাধ্যমে সেবা দিয়েছে। এছাড়া ১ হাজার ১৩৯টি কলের মাধ্যমে ১ হাজার ১৬৪ রোগী পরিবহণ করে অ্যাম্বুলেন্স সেবা দেয় তারা।