দেশের মোট জনসংখ্যার ২.৮ শতাংশ প্রতিবন্ধী

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। এর মধ্যে পুরুষ প্রতিবন্ধী ৩ দশমিক ২৯ এবং নারী প্রতিবন্ধী ২ দশমিক ৩৪ শতাংশ। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা মহানগরের একটি হোটেলে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্ট প্রতিবন্ধী ব্যক্তির অধিকার রক্ষা আইন-২০১৩ এর অধীনে গঠিত কমিটি কার্যকর এবং আবেদন গ্রহণ ও নিষ্পত্তিবিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এই সমাজের অংশ এবং তাদের অধিকার এই সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্যে ২০১৩ সালে সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন করে। ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট অশোক কুমার সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এএসএম কামাল হোসেন, যুব উন্নয়নের উপপরিচালক মোস্তাক উদ্দিন, তথ্য কর্মকর্তা তরুণ কুমার মন্ডল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী দেব। সভায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।