ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে চিনির কেজি ১৫০ টাকা

দাম কমছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ মুরগিসহ কিছু সবজির
রংপুরে চিনির কেজি ১৫০ টাকা

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনির দাম। তবে দাম কমেছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ ও মুরগিসহ কিছু সবজির। এছাড়া অপরিবর্তিত আছে চাল, ডাল ও ডিমের দাম। গতকাল রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১০-১৫ টাকা বেড়ে হয়েছে ১৪৫-১৫০ টাকা। নবাবগঞ্জ বাজারের চিনি বিক্রেতা এনামুল হক বলেন, হঠাৎ করে পাইকারি বাজারে চিনির দাম বেড়েছে। এ কারণে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা থেকে কমে হয়েছে ৯০ টাকা। বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে ৪৫ টাকা, সাদা দেশি আলু ৭৫ টাকা থেকে কমে ৬৫ টাকা, শিল ৭৫-৮০ থেকে কমে ৬০-৭০ টাকা এবং ঝাউ আলু আগের মতো ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১৬০-১৮০ টাকা থেকে কমে ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে পোলট্রি মুরগির ডিমের হালির দাম কমে ৪১-৪২ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা। দেশি আদা (নতুন) আগের মতোই ২৩০-২৪০ টাকা ভারতীয় আদা ২২০-২৪০ টাকা, প্রতি কেজি টমেটো ও গাজরের দাম ১০-২০ টাকা কমে ১১০-১২০, গাজর ১১০-১২০, প্রতি পিস চালকুমড়া ৫৫-৬০, চিকন বেগুনের দাম কমে ৩৫-৪০, গোল বেগুন ৭০ টাকা থেকে কমে ৫৫-৬০, মাঝারি সাইজের বেগুন ৭৫-৮০, পেঁপে ২৫-৩০, করলা ৫০-৬০, বরবটি ৪০-৫০ , লেবু প্রতিহালি ১২-১৫, প্রতি পিস লাউ (আকারভেদে) ৪০-৫০, ধনেপাতার দাম কমে ৮০-১০০, কাঁচকলা প্রতি হালি ২০-২৫, প্রতি কেজি মিষ্টিকুমড়া ৪৫-৫০, ঝিঙে ৫৫-৬০, দুধকুষি ৫৫-৬০, পটলের দাম কমে কমে ৪০, ঢ্যাঁড়স ৪০-৫০, কাকরোল ৬০, কচুরলতি ৬০, শিম ১১০-১২০ টাকা থেকে কমে ৮০-১০০, বাঁধাকপি আগের মতো ৬০, ফুলকপি ৬০ টাকা থেকে কমে ৪৫-৫০, মুলা ৫০ টাকা থেকে কমে ৪০, দেশি রসুন আগের মতোই ২২০-২৪০ টাকা ও ভারতীয় রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের শাকের আঁটির দাম ১৫ থেকে ২৫ টাকা। মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা শাহিন মিয়া বলেন, বাজারে শীতকালীন সবজির আমদানি বেড়েছে। এ কারণে দাম কিছুটা কমতে শুরু করেছে। এছাড়া আমদানির প্রভাব পড়েছে আলু ও পেঁয়াজের ওপর। মুরগির বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা কমে ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি মুরগির দাম কমে ২৮০-২৯০ টাকা এবং দেশি মুরগি আগের মতোই ৪৩০-৪৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৬৫০ থেকে ৭২০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি।

খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন গত সপ্তাহের দরে ১৬৯ টাকা, দুই লিটার ৩৫৮-৩৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত