বিএডিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কর্মরত উপসহকারী প্রকৌশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গাবতলীতে অবস্থিত কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে শুরু হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। ৪২ দিনব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ ৮ নভেম্বর ২০২৩ তারিখ হতে শুরু হয়ে ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনকালে চেয়ারম্যান বিএডিসি আচরণ, নীতি-নৈতিকতা, নিয়ম-শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণার্থীদের পরবর্তী কর্মজীবনকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য বিষয়সমূহ যথাযথভাবে অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন।