বরিশালে ডেঙ্গুজ্বরে দুইজনের মৃত্যু

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আমির হোসেন ও কীর্ত্তিপাশার মুক্তি নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময় বিভাগজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৫ জন রোগী। এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। মৃত আমির পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ও মুক্তি ঝালকাঠি জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৭, পটুয়াখালীতে ১৩, পিরোজপুরে ৩৮, ভোলায় ৮ বরগুনায় ৭ এবং ঝালকাঠিতে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।