ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে ১২৩টি কারখানায় ভাঙচুর ২২ মামলায় গ্রেপ্তার ৮৮

গাজীপুরে ১২৩টি কারখানায় ভাঙচুর ২২ মামলায় গ্রেপ্তার ৮৮

শিল্প পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান বলেছেন, গার্মেন্ট সেক্টরে শ্রমিকের মজুরি বাড়ানোকে কেন্দ্র করে গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের কাছে তথ্য আছে ১২৩টি কারখানায় কমবেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। বিভিন্ন থানায় ২২টি মামলায় এ পর্যন্ত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা তুসুকা গার্মেন্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। জাকির হোসেন বলেন, গার্মেন্ট সেক্টরে শ্রমিকের মজুরি বাড়ানোকে কেন্দ্র করে এখানে শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের কাছে তথ্য আছে ১২৩টি কারখানায় কমবেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। শ্রমিকদের আন্দোলন কোনাবাড়িতে বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত