খুলনায় সুখবর নেই আলু-পেঁয়াজে স্বস্তি সবজি-মাছে

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনার বাজারে পেঁয়াজ আর আলুতে কোনো সুখবর না থাকলেও সবজি আর মাছের বাজারে বইছে স্বস্তির হাওয়া। আমদানির পর আলুর দাম একটু কমে ৫০ টাকা হলেও ফের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই।

গতকাল নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার সরেজমিন ঘুরে দেখা যায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি পেঁয়াজ আগের মতোই ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আসাদুল নামের এক বিক্রেতা বলেন, পেঁয়াজের বাজারে ভালো কোনো খবর নেই। অভিযানের ভয়ে পাইকারি বিক্রেতারা কিছু সময়ের জন্য দাম কমায় অভিযান শেষ হলে ফের আগের দামে তারা পেঁয়াজ বিক্রি করেন। রেডিও টেলিভিশনে সেই অভিযানের খবর প্রকাশ হয়, আর আমরা পড়ি বিপাকে। ক্রেতারা আমাদের কাছে এসে ওই কম দামে কিনতে চায়। কিন্তু আমরা তো কম দামে দিতে পারি না। পেঁয়াজ ও আলুর বাজার ভালো না হলেও সবজি বাজারে মোটামুটি স্বস্তি ফেলেছে। ভরপুর শীতের সবজির কারণে এখন ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে যে কোনো সবজি। শীতকালীন সবজি আমদানি আরেকটু বাড়লে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর রূপসা বাজারের সবজি বিক্রেতা মইনুল বলেন, বাজারে শীতের সবজি অনেক বেড়েছে।