ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ ১২ দফা দাবি জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান ইউনিয়নের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সর্বশেষ ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তখন সর্বনিম্ন ৫ নম্বর গ্রেডে মূল মজুরি ও ভাতাদিসহ মোট মজুরি নির্ধারণ করা হয় ১৩ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, গেজেটের শর্ত অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে মূল মজুরি বাড়ানোর কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, ৫ বছরের মেয়াদ শেষ হয়ে গেলেও ট্যানারি শিল্পের মালিকরা সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেননি। এদিকে রেকর্ডভাঙা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনে নাভিশ্বাস ওঠায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে জীবনধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আবুল কালাম আজাদ বলেন, ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও ঘোষণা করার জন্য অনুরোধ করে গত ৭ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও সচিব বরাবর পত্র পাঠাই। পরে প্রায় ৩ মাস পর আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে, ট্যানারি শিল্প সেক্টরের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ট্যানারি শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য গত ১৭ আগস্ট মজুরি বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আরো জানতে পারলাম যে, সব নিয়মনীতি উপেক্ষা করে যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অর্থাৎ ট্যানারি শ্রমিকদের কোনো প্রতিনিধি (সদস্য) রাখা হয়নি, যা শ্রম আইন ও শ্রম বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। গঠিত মজুরি বোর্ডে ট্যানারি শিল্প সেক্টরের প্রতিনিধি সদস্য হিসেবে যাকে রাখা হয়েছে, তিনি অন্য সেক্টরের এবং একটি জাতীয় ফেডারেশনের কেন্দ্রীয় নেতা। ট্যানারি শিল্প সেক্টর সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই এবং ট্যানারি শিল্প ও শ্রমিকদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এ ক্ষেত্রে কী ভূমিকা রাখবেন, তা আমাদের বোধগম্য নয়। তিনি আরো বলেন, ট্যানারি শিল্পে বেশ কিছু সমস্যা বিরাজমান। তাই আমরা ট্যানারি শিল্প-শ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড পুনঃগঠন ও ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ ১২ দফা দাবি জানাচ্ছি।