ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

ছয় হাজারেরও বেশি স্নাকত ও স্নাতকোত্তর সনদ ও বিভিন্ন পদক প্রদান এবং সমাবর্তন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয় ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন।

গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব¡ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে স্নাকত ও স্নাতকোত্তর সনদ প্রদানের পাশাপাশি ৫ ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ সর্বমোট ৩১টি সম্মানসূচক পদক যেমন; চ্যান্সেলরস পদক, বোর্ড অব ট্রাস্টিজ পদক, ভাইস-চ্যান্সেলরস ও ডিন পদকসহ বিভিন্ন পদক প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত