ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে নাশকতায় আটক ১০

রংপুরে নাশকতায় আটক ১০

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুরে নাশকতার প্রস্তুতিকালে হাতেনাতে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টায় রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাব, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সেলিম মিয়া, পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজম্মান শুখীসহ অন্যান্য কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর নগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নাশকতামূলক ঘটনা ঘটনোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত