জয়িতা ফাউন্ডেশন উদ্যোগে রংপুরে নারীদের ইলেকট্রিক্যালবিষয়ক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়। গতকাল সকালে নগরীর ধাপ, সার্কিট হাউজ লেনে অবস্থিত আস্থা যুবসমাজ উন্নয়ন সংস্থা মিলনায়তনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টলেশন মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালনায় পিছিয়ে পড়া পরিবারের নারীদের মধ্য থেকে ২০ জন নারীকে আস্থা যুবসমাজ উন্নয়ন সংস্থা রংপুরের একান্ত প্রচেষ্টায় রংপুরে ৫ দিনব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টলেশন মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষাণার্থীদের সার্টিফিকেট ও বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সমাপনি ও সার্টিফিকেটসহ বৈদ্যুতিক সরঞ্জান বিতরণ অনুষ্ঠানে আস্থা যুবসমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সফল জয়িতা নাফিসা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ রংপুর জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিলাবিষয়ক অধিদপ্তর রংপুর সেলোয়ারা বেগম, রংপুর স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জু শ্রী সাহা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর উদ্যোক্তা উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি ফেরদৌসী কারাদিয়া, সাধারণ সম্পাদক জাকিয়া ফেরদৌস, সদস্য মুমু কবীর, রুমানা নাহিদ, সালমা, প্রশিক্ষক কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঠাকুরগাঁওয়ের ইলেকট্রিক্যাল ট্রেইনার নুর আলম ও আনিছুর ভূঁইয়া।