রংপুরে নবান্ন উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
অগ্রহায়ণের প্রথম দিনে রংপুরে অনুষ্ঠিত হলো জমজমাট নবান্ন উৎসব। জমজমাটপূর্ণ ছড়া, কবিতা, গানে মুখর ছিল আয়োজনটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত নবান্ন উৎসবের সভাপতিত্ব করেন অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ। বিশেষ অতিথি ছিলেন কবি তৌহিদা খাতুন, কবি জোসেফ আখতার, কবি শাহিদা মিলকি ও সুলতান আহমেদ সোনা। উৎসবে শুভেচ্ছাকথা, ছড়া কবিতা পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন: বাদল রহমান, এসএম আবদুর রহীম, তৈয়বুর রহমান বাবু, হাসনাইন রাব্বী, জাকির আহমদ, সাহিনা সুলতানা, শোয়েব দুলাল, এহসানুল হক সুমন এসএম শহীদুল আলম, খন্দকার মাহফুজুর রহমান বজলুর রশীদ, পূর্নিমা রাজ, এসএম আরিফুজ্জামান, অহিদুল ইসলাম, সুফি জাহিদ হোসেন, মুস্তাফিজ রহমান, মনিরুজ্জামান মনির, জুয়েল আহমেদ রাহুল, অহিদুল ইসলাম, জারা শেজলিন, প্রার্থনা, এমাদ উদ্দিন আহমেদ, সেলিনা সাত্তার শেলী, মোস্তাফিজার রহমান, রাজেন দাস, আবদুল কুদ্দুস, মুসাফা আখতার বানু, কামরুজ্জামানি দিশারী, আবদুস সালাম, আল আমিন সমাপ্ত, আফরোজা বেগম, আহসান হাবীব রবু, পারভিন আখতার, কামরুন লায়লা জেসি, পূর্ণতা মনি দাস, প্রমুখ। উৎসবে গান গেয়ে শোনান- রওশন আরা সোহেলী, শাহীল ফারহান লিয়ন, মিনার বসুনিয়া, সুফি জাহিদ হোসেন, তৌহিদা খাতুন ও সুলতান আহমেদ সোনা। পুরো আয়োজনে উপস্থাপনা করেন সাংবাদিক মাহবুবুল ইসলাম।