বেরোবিতে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক হস্তান্তর

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘কিক মেকস দ্য ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এ সময় উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেরোবির গরিব ও মেধাবী শিক্ষার্থীদের তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে। উপাচার্য এই প্রকল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। জার্মান রিটেইলার ‘কিক’-এর অর্থায়নে ও জিআইজেড-এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্য ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে এই চেক প্রদান করা হয়।